December 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 27th, 2025, 5:55 pm

অন্তর্বর্তীকালীন সরকার কারও পক্ষে নয় : পররাষ্ট্র উপদেষ্টা

 

ভোলা শহরে শনিবার অনুষ্ঠিত ভোট “ক্যারাভান” যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনও রাজনৈতিক দলের পক্ষে নেই।

তিনি আরও বলেন, ২০০৮ সালের পর থেকে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন হবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে, উৎসবমুখর এবং সুষ্ঠু ও নিরপেক্ষ।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যোগ করেন, একদম তলানিতে পৌঁছে যাওয়া দেশের উন্নয়ন ফিরিয়ে আনতে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। এবারের নির্বাচনে মানুষ নিজের ইচ্ছামতো ভোট দিতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ফলাফলের প্রতি সম্পূর্ণ সম্মান জানাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এনএনবাংলা/