সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সারিয়াকান্দি উপজেলা শাখার ৬টি ট্রেড ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন উপজেলা শাখার আয়োজনে অফিস কার্যালয়ে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোমিনুর ইসলাম সেলিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে সেক্রেটারি মাও: কাজী জহুরুল ইসলাম।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী মোঃ আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখা জেলা ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক হোসাইন আহমেদ আকাশ।
এছাড়াও বক্তব্য রাখেন দোকান কর্মচারী ইউনিয়ন সভাপতি ওয়েছকুরনী,দর্জি শ্রমিক ইউনিয়ন সভাপতি (ভারপ্রাপ্ত) আফতাব হোসেন প্রামানিক প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটি বিলুপ্ত করে আগামী ১০ জানুয়ারি নতুন কমিটি গঠনের আহ্বান জানানো হয়। শেষে এক বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার