Saturday, December 27th, 2025, 6:51 pm

হাদি হত্যার বিচারের দাবিতে গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় শহীদ শরিফ ওসমান হাদি হত্যার মূল আসামীদের গ্রপ্তার করে দ্রুত বিচারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার বিকালে গঙ্গাচড়া ডাকবাংলো মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গঙ্গাচড়া জিরো পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে এনসিপির উপজেলা যুগ্ন সমন্বয়ক জীবন মিয়ার উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী রিফাতুজ্জামান, যুবদলের পক্ষে মমিনুল ইসলাম বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাফেজ শরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সংগঠক মিসবা-উল ইসলাম ফাহিম, আলী আল রাদিত রেশান এবং ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধি আবু বক্কর প্রমুখ।

সমাবেশে এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী রিফাতুজ্জামান রিফাতুজ্জামান বলেন, হাদি হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এদেশে আর হাদি জন্মাবে না। যুবদলের মমিনুল ইসলাম বাবু বলেন, দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিবাদ ও তাদের দোসররা নানা ষড়যন্ত্র করছে। হাদি হত্যার মূল আসামীকে এখনও গ্রেপ্তার করতে না পারায় দেশে ষড়যন্ত্র কারীরা আরো বেপরোয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর তেমন দেখা যাচ্ছে না। তিনি গঙ্গাচড়ায় দুজনকে হত্যার ঘটনায় আসামীদের গ্রেপ্তার করতে না পারায় পুলিশের নিষ্কৃয়তায়কে দায়ি করেন। দ্রুত সকল হত্যার আসামীদের গ্রেপ্তার বিচারের আওতায় আনার দাবি জানান।

অন্যান্য বক্তারা বলেন, হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র-জনতাকে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হতে হবে। সমাবেশে বক্তব্য শেষে ওসমান হাদির মাগফিরাত কামনা ও দেশ জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন এনসিপির জাহানুর রহমান।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা মূল আসামীদের গ্রেপ্তারসহ হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।