ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ভোলা–চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বড় মানিকা বাজারসংলগ্ন ইধারা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। নিহত নারী আজমেরী আমরিন (৩০) লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চরসখিনা গ্রামের রেজাউল করিমের স্ত্রী এবং দৈনিক আমার দেশ পত্রিকার বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি আজিম মাওলানার কন্যা। অপর দুই নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজি অটোরিকশা চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ভোলার ইলিশা ঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ইধারা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
আহতদের মধ্যে আজমেরী আমরিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আজমেরীর স্বামী গুরুতর আহত রেজাউল করিম সময়ের কণ্ঠস্বরকে জানান, তিনি স্ত্রীকে নিয়ে লালমোহন থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে সিএনজিতে রওনা দিয়েছিলেন। হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে। এতে তিনি সিএনজির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন এবং তার স্ত্রী সড়কে ছিটকে পড়েন। পরে আজমেরীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। তারা ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মরদেহ ও আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাৎক্ষণিকভাবে অন্যান্য নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সড়কে নেমে বিক্ষোভ করেন। তারা সিএনজিচালিত অটোরিকশার বেপরোয়া গতিকে দুর্ঘটনার জন্য দায়ী করে দ্রুতগতির এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। নিহত ও আহতদের পরিচয় শনাক্তে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
সুস্থ অবস্থায় ছিলেন কারাগারে, মুক্তির পর হুইলচেয়ারে
কাঁটাতারের ওপারে খালেদা জিয়া, স্মৃতিতে আজও তিনি শুধুই ‘বিউটি’
বিএনপির বিপর্যয়ে যেভাবে হাল ধরেছিলেন খালেদা জিয়া