বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তিনি জানিয়েছেন, এই আসনে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই সেরা প্রার্থী। এর প্রেক্ষিতে পার্থ ইতিমধ্যেই ভোলা-১ আসন থেকে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি প্রাথমিকভাবে ঢাকা-১৭ আসনে পার্থকে স্থান দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে রোববার (২৮ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই এই আসনে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের চেয়ারপার্সনের ব্যক্তিগত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
ঢাকা-১৭ আসনে দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রচার চালিয়ে আসা পার্থ, তারেক রহমানের ঘোষণার পর নিজ অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, “ঢাকা-১৭ আসনের সেরা প্রার্থী আমার ভাই তারেক রহমান। তার সম্মানে আমি এখানে মনোনয়নপত্র সংগ্রহ করিনি।” পাশাপাশি তিনি জানান, “গতকালই ভোলা-১ আসন থেকে আমি মনোনয়ন জমা দিয়ে দিয়েছি।”
এনএনবাংলা/

আরও পড়ুন
আ.লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল: কেউ করছেন দোয়া, কারও চোখে পানি
৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের