স্পেনে অভিবাসী অধিকার বিষয়ক সংগঠন ‘ক্যামিন্যান্ডো ফ্রন্টেরাস’ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় ৩ হাজারেরও বেশি অভিবাসী মৃত্যুবরণ করেছেন।
সংগঠনটি জানিয়েছে, ১৫ ডিসেম্বর পর্যন্ত রেকর্ড করা ৩ হাজার ৯০টি মৃত্যুর মধ্যে অধিকাংশই ঘটেছে আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়া আটলান্টিক অভিবাসন পথে।
সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে উদ্ধারকৃত এবং পরিবারের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৪৩৭ শিশু এবং ১৯২ নারী অন্তর্ভুক্ত।
ক্যামিন্যান্ডো ফ্রন্টেরাস আরও জানিয়েছে, আলজেরিয়া থেকে নৌকায় ছাড়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে। ঐতিহ্যবাহী এই রুটে ২০২৫ সালে সোমালিয়া, সুদান এবং দক্ষিণ সুদান থেকে অভিবাসীদের ঢল লক্ষ্য করা গেছে।
গত বছরের তুলনায়, ২০২৪ সালে সমুদ্রপথে স্পেনে পৌঁছানোর সময় অন্তত ১০ হাজার ৪৫৭ জন অভিবাসী মারা গিয়েছিলেন বা নিখোঁজ হয়েছিলেন। এটি ২০০৭ সালে তথ্য সংগ্রহ শুরুর পর সর্বোচ্চ সংখ্যা ছিল। তবে চলতি বছরে মৃত্যুর সংখ্যা সেই তুলনায় কম।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩৫ হাজার ৯৩৫ জন অভিবাসী স্পেনে পৌঁছেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম। তাদের প্রায় অর্ধেকই পশ্চিম আফ্রিকার উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে আটলান্টিক অভিবাসন পথ ব্যবহার করেছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
আ.লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল: কেউ করছেন দোয়া, কারও চোখে পানি
৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের