বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল বলেন, একটি প্রহসনমূলক মামলার রায়ের মাধ্যমে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয় এবং সেখানে তাকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। যে মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, সেটি সম্পূর্ণ সাজানো ছিল—এ বিষয়টি সর্বোচ্চ আদালতে আপিল ও রিভিউ শুনানির মাধ্যমে প্রমাণিত হয়েছে।
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে সব সময় খালেদা জিয়ার খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার চেষ্টা করেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি আবার বিদেশে চিকিৎসার উপযোগী হতো, তাহলে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করা হতো বলেও তিনি উল্লেখ করেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল: কেউ করছেন দোয়া, কারও চোখে পানি
৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
তথ্যে গড়মিলে বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল