মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই খবরে সারাদেশে নেমে আসে শোকের ছায়া। রাজনীতির অঙ্গনের পাশাপাশি বেগম জিয়ার প্রয়াণকে একটি যুগের অবসান হিসেবে দেখছেন শোবিজের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় তাঁকে স্মরণ করছেন অভিনয়শিল্পী ও নির্মাতারা। তাঁদের অনেকেই তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
দেশের বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, ফেসবুকে লেখেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাই । তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি । শ্রদ্ধা জানাই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রতি । তাঁর পরিবারের সকলের প্রতি আন্তরিক সমবেদনা । মহান আল্লাহ সকলকে শোক সইবার শক্তি দান করুন ।”
অভিনেতা আরিফিন শুভ গভীর শোক প্রকাশ করে লিখেছেন, “দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার বিদায়—দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। আল্লাহ তাঁকে উত্তম মর্যাদা দান করুন।”
চিত্রনায়িকা পরীমণি তাঁর ফেসবুক পোস্টে আবেগঘন ভাষায় লেখেন, “তিনি চলে গেলেন..! তিনি সয়ে গেলেন, তিনি রয়ে গেলেন। তিনি এভাবেই থেকে গেলেন এই মানচিত্রে। বেগম খালেদা জিয়া, আপনি জিতে গেলেন আসলে…”
নগরবাউল জেমসের ফেসবুকে লেখা হয়েছে, “শোক ও বিনম্র শ্রদ্ধা, বাংলাদেশের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন, আমিন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
অভিনেত্রী জয়া আহসান তাঁর ফেসবুক স্ট্যাটাসে খালেদা জিয়ার বিদায়কে দেশের জন্য এক কঠিন সময়ের ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি লেখেন, “বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামনে নির্বাচন আর গণতন্ত্রের জন্য মানুষ অপেক্ষা করছে। তাঁর উপস্থিতির মূল্যই ছিল অসামান্য।”
এ ছাড়া অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, আশনা হাবিব ভাবনা, চিত্রনায়িকা পূজা চেরি, অপু বিশ্বাস, শবনম বুবলী, আরশ খান ও রুকাইয়া জাহান চমকসহ আরও অনেকে নিজেদের ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার ছবি প্রকাশ করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁরা সবাই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর
লাইভে এসে বিয়ে ও ডিভোর্স নিয়ে যা বললেন প্রভা
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’