অনলাইন ডেস্ক :
মানিকগঞ্জের পাটুরিয়া আরিচা ৫নং ফেরিঘাটে যানবাহনসহ একটি ফেরি ডুবে গেছে। বুধবার সকাল ৯ টা ৩৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের স্টেশন অফিসার (মিডিয়া সেল) মো. রায়হানুল জানান, ‘রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে ‘আমানত শাহ’ নামে ফেরিটি যানবাহন লোড করে পাটুরিয়ার ফেরিঘাটে নোঙর করার সময় এ দুর্ঘটনা ঘটে।’
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ফেরিতে থাকা কিছু লোক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন
টেক্সাসে হঠাৎ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৫ শিশু
কারণ ছাড়াই বাড়ছে চালের দাম
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা