কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন। শোক ও দোয়া মাহফিলের আয়োজন করেন ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন (ডিকেআইবি) কালীগঞ্জ উপজেলা শাখা।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কম্পাউন্ডে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন ঢাকা অঞ্চলের নির্বাহী কমিটির সভাপতি মো. মনির উদ্দিন মোল্লা, গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান মিঠু, দপ্তর সম্পাদক জাহাঙ্গির আলম, উপজেলা কমিটির সহসভাপতি মো. হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন আক্তার, কমিটির নির্বাহী সদস্য মো. আক্তারুজ্জামান, সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও উপসহকারী কৃষিকর্মকর্তাবৃন্দসহ প্রমুখ।
এসময় মো. মনির উদ্দিন মোল্লা বলেন, বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি……রাজিউন)। জানাজা শেষে পরে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি ও সবার নিকট ওনার বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য দোয়া প্রার্থনা করছি।

আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার