সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল সোয়া ৫টার দিকে তিনি রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি সেখানে মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি বিএনপি মহাসচিব।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
পরদিন ৩১ ডিসেম্বর লাখ লাখ মানুষের অংশগ্রহণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাজধানীর জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে ও বিদেশে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
এনএনবাংলা/

আরও পড়ুন
‘এয়ারবাস’কে বাদ, বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪ নতুন ‘বোয়িং’
মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমল দেড় গুণ
প্রথমবারের মতো রেমিট্যান্স ছাড়াল ৩০ বিলিয়ন ডলার