‘তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,
জল-ছল-ছল চোখে চেয়ো না।
ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,
শুধু বিদায়ের গান গেয়ো না।।’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদায় বেলায়’ শিরোনামের কবিতাটি ফেসবুকে শেয়ার করে প্রয়াত দাদি, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করেছেন জাইমা রহমান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই পোস্ট দেন তিনি। কবিতার সঙ্গে একটি আবেগঘন ছবিও শেয়ার করেন জাইমা রহমান।
শেয়ার করা ছবিতে দেখা যায়, দাদির সঙ্গে মুখোমুখি বসে আছেন জাইমা। তাঁর কথা মনোযোগ দিয়ে শুনছেন বেগম খালেদা জিয়া। ছবিটি পারিবারিক ঘনিষ্ঠতা ও আবেগের প্রতীক হিসেবে ধরা পড়েছে।
দাদির মৃত্যুর পর জাইমা রহমানের এটি প্রথম স্মরণমূলক ফেসবুক পোস্ট।
এর আগে গত ২৩ ডিসেম্বর লন্ডন থেকে বাংলাদেশে ফেরার প্রেক্ষাপটে জাইমা রহমান দাদিকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছিলেন। সে সময় বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং মৃত্যুর সঙ্গে লড়ছিলেন।
উল্লেখ্য, গুরুতর অসুস্থ অবস্থায় গত বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে যান বেগম খালেদা জিয়া। জাইমা রহমানের শেয়ার করা ছবিটি ওই সময়ের পরবর্তী কোনো এক সময়ে তোলা বলে ধারণা করা হচ্ছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
বসুন্ধরা চেয়ারম্যানের স্ত্রী আফরোজার গুলশান ও ভাটারার জমি-বহুতল ভবন জব্দের আদেশ
পদত্যাগের ২ দিন পর সায়েদুর রহমানকে আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ
সুইজারল্যান্ডের স্কি রিসোর্ট শহরে ভয়াবহ বিস্ফোরণ-অগ্নিকাণ্ডে নিহত ৪০