তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে নিহত উচ্চমাধ্যমিক শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন।
এর ফলে ফার্মগেটসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
সড়ক অবরোধকে কেন্দ্র করে অফিসগামী যাত্রীদের সঙ্গে শিক্ষার্থীদের কথাকাটাকাটি হয়। এ সময় যাত্রীরা সড়ক অবরোধ না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শান্তিপূর্ণভাবে দাবি জানানোর আহ্বান জানান।
পরিস্থিতি সামাল দিতে ফার্মগেট এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করছেন।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হন ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। ঘটনার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল