ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পরিচালিত মার্কিন সামরিক অভিযান ও হামলার সময় দেশটিতে কিউবার অন্তত ৩২ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কিউবা সরকার।
রোববার দেওয়া এক ঘোষণায় কিউবার সরকার জানায়, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ৫ ও ৬ জানুয়ারি দেশটিতে রাষ্ট্রীয়ভাবে দুই দিনের শোক পালন করা হবে। তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার সময়সূচি পরে জানানো হবে। খবরটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সরকারি বিবৃতিতে বিস্তারিত তথ্য উল্লেখ না করা হলেও জানা গেছে, নিহত ব্যক্তিরা কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন।
বিবৃতিতে কিউবা সরকার জানায়, ‘আমাদের স্বদেশীরা নিরাপত্তা ও প্রতিরক্ষার দায়িত্ব পালনের ক্ষেত্রে অটল থেকেছেন। তারা মর্যাদা ও বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে কিংবা তাদের অবস্থান লক্ষ্য করে চালানো বোমাবর্ষণের মধ্যেই প্রাণ হারিয়েছেন।’
নিকোলাস মাদুরো ক্ষমতায় আসার পর থেকেই তার নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কিউবা কিছু নিরাপত্তা সহায়তা দিয়ে আসছিল। তবে নিহত কিউবানদের মধ্যে কতজন প্রেসিডেন্ট মাদুরোর নিরাপত্তায় নিয়োজিত ছিলেন এবং অন্যরা কোথায় নিহত হয়েছেন—সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ভেনেজুয়েলার স্থানীয় সময় শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (৬৩) ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। বর্তমানে তারা নিউ ইয়র্কের একটি আটক কেন্দ্রে রয়েছেন। মাদকসংক্রান্ত অভিযোগে সোমবার তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগসহ একাধিক অভিযোগ আনুষ্ঠানিকভাবে দায়ের করা হয়। তবে এসব অভিযোগের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা শুরু থেকেই অস্বীকার করে আসছেন মাদুরো।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের’ নিন্দা জানাতে ইরানের রাস্তায় দাঙ্গার বিরুদ্ধে বিক্ষোভ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করল অস্ট্রেলিয়া
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আইসিসির তিন পর্যবেক্ষণ, অনড় ক্রীড়া উপদেষ্টা