যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাখা হয়েছে নিউইয়র্কের ব্রুকলিন এলাকার এক আটক কেন্দ্রে। এখান থেকে তাঁকে স্ত্রী সিলিয়া ফ্লোরেসসহ ফেডারেল আদালতে তোলা হবে।
এই দম্পতিকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার আদালতে হাজির করা হতে পারে। সেখানে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ২৫ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা যুক্তরাষ্ট্রে কয়েক টন কোকেন পাচারের সঙ্গে যুক্ত এবং একটি সহিংস অপরাধচক্রকে সহযোগিতা করে বিপুল অর্থ উপার্জন করেছেন।
তবে মাদুরো দীর্ঘদিন ধরেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। গ্রেপ্তারের আগে তিনি বলেছিলেন, এগুলো কেবল তাঁকে ক্ষমতা থেকে সরানোর অজুহাত মাত্র। আদালতে তোলার পর তাঁদের দোষ স্বীকার বা অস্বীকার করার সুযোগ থাকবে। তবে তাঁদের জামিন দেওয়ার সম্ভাবনা খুবই কম।
ব্রুকলিনের আটক কেন্দ্রটি অতিরিক্ত ভিড় এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য কুখ্যাত। এর আগে এখানে একাধিক সহিংস ঘটনারও খবর এসেছে।
অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প আবারও জোর দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিচালনায় সরাসরি অংশ নেবে। একই সঙ্গে তিনি দেশটির তেল শিল্পে ‘পূর্ণ প্রবেশাধিকার’ দাবি করেছেন। যদি ভেনেজুয়েলায় থাকা মাদুরোর ঘনিষ্ঠ নেতারা নির্দেশ মেনে না চলে, তবে নতুন করে সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশ–পাকিস্তান আলোচনা, নজর রাখছে ভারত
ক্যারিবীয় সাগরে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র
ট্রাম্পকে উল্টো হুঁশিয়ারি খামেনির, ইরানে বিক্ষোভে চরম উত্তেজনা