শৈত্যপ্রবাহের প্রভাবে মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশের বিভিন্ন বিভাগে তাপমাত্রা নেমে আসতে পারে ৭ ডিগ্রি সেলসিয়াসে। এমন আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
সোমবার (৫ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, সোমবার সন্ধ্যার পর থেকেই দেশের আট বিভাগের বিভিন্ন জেলা মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়তে পারে।
পোস্টে উল্লেখ করা হয়, মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বেশিরভাগ জেলায় দুপুর ১২টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে সকাল ১০টার পর সূর্যের দেখা মিলতে পারে।
মঙ্গলবার সকালে শৈত্যপ্রবাহ আরও জোরালো হওয়ার আশঙ্কা রয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায়। সকাল ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২১ বছরের মধ্যে এবারই দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। ঘন কুয়াশার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া দফতরের তথ্যমতে, চলতি জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সোমবার রাত থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। পাশাপাশি চলতি মাসে ১ থেকে ২টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক