সুপ্রিম কোর্ট প্রশাসন সতর্ক করেছে যে, আদালত সংক্রান্ত কোনো মিথ্যা, বিভ্রান্তিকর বা অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আদালত অবমাননার দায়ভার নিতে হবে।
সোমবার রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গণমাধ্যমকর্মীদের সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ বা প্রচারের আগে সুপ্রিম কোর্টের মিডিয়া ফোকালপার্সন অথবা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সংশ্লিষ্ট সংবাদের বস্তুনিষ্ঠতা ও সত্যতা যাচাই করার জন্য নির্দেশ দেওয়া হলো।’
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত খবর যেমন, ‘জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে’ বা ‘আপিল/হাইকোর্ট বিভাগের বিচারপতি ছুটিতে গেছেন’ সম্পূর্ণরূপে অসত্য ও বিভ্রান্তিকর। এমন সংবাদ দেশের সর্বোচ্চ আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করে এবং জনমনে ভুল ধারণা সৃষ্টি করে।
সত্যতা যাচাইয়ের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম তাঁর মায়ের অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন, এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি আছেন। এই বিষয়গুলোর সঙ্গে গণমাধ্যমে প্রচারিত কোনো খবরের কোনো সম্পর্ক নেই।
সুপ্রিম কোর্ট আশা প্রকাশ করেছে যে, গণমাধ্যমগুলো ভবিষ্যতে সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই প্রক্রিয়া অনুসরণ করবে, যাতে দেশের সর্বোচ্চ আদালতের ভাবমূর্তি ও জনমনে সঠিক ধারণা বজায় থাকে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: মির্জা ফখরুল
যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশ–পাকিস্তান আলোচনা, নজর রাখছে ভারত
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান