রংপুর ব্যুরো:
বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রংপুর মহানগরীতে হোয়াইট ব্রেড পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ না করে লোগো ব্যবহার করায় ৪০ হাজার টাকা জরিমানা করেছে।গতকাল মঙ্গলবার দুপুরে উক্ত অভিযানে হোয়াইট ব্রেড পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ না করে লোগো ব্যবহার করে পণ্যটি উৎপাদন ও বাজারে বিক্রয় -বিতরণ করায় আসিফ বেকারী,সাজাপুর, মহানগর, রংপুর কে ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ৪০ হাজার জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন মোরসালিন , বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় । প্রসিকিউটর হিসেবে ছিলেন মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) ও তাদমিরা শারমিন, পরিদর্শক (মেট),বিএসটিআই বিভাগীয় কার্যালয়।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন