যুক্তরাষ্ট্রের বসবাসকারীর ফ্লোরিডার নোয়াখালী সোসাইটি ফ্লোরিডা রয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ২০২৬ গত ২-৫ জানুয়ারির অনুষ্ঠিত হয়। ৪ দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সম্মিলিতভাবে মোঃ গিয়াস উদ্দিন. মোঃ ফয়েজ আলম. মোঃ মনির উদ্দিন. মোঃ মহসিন. সিরাজ উদ্দিন. মোঃ নাছির. আতিক. শাহিন চৌধুরী. জুয়েল। টুর্নামেন্টে

অংশ গ্রহণ করে ৮ দল। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দারুণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হয় হলিউড ব্যাডমিনটন দল, যার নেতৃত্বে ছিলেন মো বাবর। অন্যজন ছিলেন ইবরাহিম। অসাধারণ পারফরম্যান্সে জন্য নরুল আমিন ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন। রানারআপ হন ব্যাডমিনটন ব্রাদারহুড। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়

নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদ হোসেন পিয়াস। আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল খেলা দেখতে হাজার মানুষ উপস্থিত ছিলেন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন ফ্লোরিডা বসবাসরত বাংলাদেশর বিভিন্ন স্তরের মানুষ। এদের মধ্যে ছিলেন মো আজিম হোসেন. মোঃ মিন্টু. মো দাদন খান. মো রহীম. মো রিপন. মো মাসুদ. মো রমীজ উদ্দিন.
মো সিয়াম. খোরশেদ. মো জিয়া. মো কামাল. টিটন মল্লিক সহ ফ্লোরিডার বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো