হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বক্তব্যে তিনি বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারিয়েছে।আমি হারিয়েছি মাতৃতুল্য নেত্রীকে।
তিনি আজ দুপুরে নিজ নির্বাচনী এলাকা হালুয়াঘাট উপজেলার ধারা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দলের সদ্য প্রয়াত চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশজুড়ে মানুষের যে অভূতপূর্ব শোক, ভালোবাসা ও সহমর্মিতা আমরা দেখছি, তা প্রমাণ করে খালেদা জিয়া ছিলেন সত্যিকার অর্থেই দেশ নেত্রী। তাঁর আদর্শ ও ত্যাগই বিএনপির রাজনীতির প্রধান প্রেরণা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জনগণের অভূতপূর্ব শোক, সহমর্মিতা, সম্মান দেখে কোনো কোনো রাজনৈতিক দলের অস্থিরতা দেখতে পাচ্ছি – যা দুঃখজনক। ফ্যাসিস্ট হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করা এই দলের নেতারা বেগম জিয়ার মৃত্যুকে নিয়ে বড়বাড়ির কথা বলে শিস্টাচার বহির্ভূত আচরন করছে। তাদের জানা উচিৎ, তারা যখন ফ্যাসিস্ট হাসিনা আর আধিপত্যবাদী শক্তিকে পদলেহন করে অপ রাজনীতি করতেন তখন বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় জনগণকে সাথে নিয়ে রাজপথে আপোষহীন লড়াই চালিয়ে গেছেন। জনগণ তাঁর প্রতি চির ঋণী।
প্রিন্স বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রামে তিনি ছিলেন আপসহীন ও সাহসী নেতৃত্বের প্রতীক। আজ আমরা একজন নেত্রীকে হারাইনি, হারিয়েছি গণতন্ত্রের এক দৃঢ় অভিভাবককে। দুঃশাসন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আজীবন আপসহীন থাকা এই নেত্রীর আদর্শ ধারণ করেই বিএনপি আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে।
হালুয়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফান আলীর সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া পূর্ব আলোচনার অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস খান, আলতাফ হোসেন প্রমুখ।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন