Saturday, January 10th, 2026, 3:07 pm

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ

 

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে উল্লেখ করার প্রতিবাদে একাত্ম হয়েছেন দেশের ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের এই মন্তব্যকে শিষ্টাচারবহির্ভূত ও অগ্রহণযোগ্য বলে মনে করছেন তারা।

গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, দেশের ক্রিকেটের বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনা করে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি যুক্তি হিসেবে উল্লেখ করেন, দেশের ক্রিকেটের ৯০ শতাংশ রাজস্ব আসে আইসিসি থেকে।

তামিমের এ মন্তব্যের প্রতিক্রিয়ায় বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তামিমের ছবিসহ তিনি লিখেন, “এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালাল – এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল।”

নাজমুলের পোস্টে মুহূর্তেই সমালোচনার ঝড় ওঠে। ক্রিকেটার, বিসিবি কর্মকর্তা ও ক্রিকেট সংগঠকরা এতে ক্ষোভ প্রকাশ করেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “কোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য করা উচিত নয়।”

এ ঘটনায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে, “সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে এই মন্তব্য আমাদের স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ করেছে। দেশের ক্রিকেটারদের নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও অপমানজনক।”

কোয়াব আরও জানিয়েছে, “একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও প্রশ্ন উঠে।” সংগঠনটি বিসিবি সভাপতিকে একটি প্রতিবাদলিপি পাঠিয়েছে এবং সংশ্লিষ্ট পরিচালকের ক্ষমা চাওয়াসহ জবাবদিহির দাবি জানিয়েছে।

নাজমুল ইসলাম জানিয়েছেন, “ভারতীয় মিডিয়া একটি ন্যারেটিভ তৈরি করছে যে, বাংলাদেশ বিশ্বকাপ না খেললে আইসিসি থেকে আয়ের পথ বন্ধ হবে। তামিম ইকবাল এই ন্যারেটিভকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করছেন। সেজন্যই আমার পোস্ট।”

এ ঘটনার পর দেশের ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে প্রতিবাদে সরব হয়েছেন। মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাইফ ইসলাম সহ অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। বিসিবি পরিচালক নাজমুল হোসেন শান্ত বলেন, “সাবেক অধিনায়ক হোক বা সাধারণ ক্রিকেটার, সবাই সম্মান পাওয়ার যোগ্য। এমন মন্তব্য খুবই দুঃখজনক।”

জানা গেছে, তামিম ইকবাল নাজমুল ইসলামের মন্তব্যের বিরুদ্ধে আইনি নোটিশও দিতে পারেন।

এনএনবাংলা/