বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় বলেন, “মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ কখনো ভালো কিছু বয়ে আনে না। দলমত নির্বিশেষে সবাই মিলে সমস্যা সমাধান সম্ভব।”
তিনি আরও বলেন, “ভবিষ্যত সাংবাদিকতায় স্বাধীনতা নিশ্চিত করতে হলে সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা পাঁচ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না।”
তারেক রহমান উল্লেখ করেন, গত ১৬ বছরে সাংবাদিকদের ওপর বিভিন্ন নির্যাতনের তথ্য তাঁর কাছে এসেছে। পাশাপাশি নেতাকর্মী ও পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের কথাও তিনি তুলে ধরেন।
দেশের পানি দূষণ বিষয়ে তারেক রহমান বলেন, “একটির পর একটি নদী দূষণ হচ্ছে। এর সমাধান নিয়ে সংসদ ও সেমিনারে আলোচনা হওয়া উচিত।”
নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নতুন প্রজন্ম আশাবাদী হয়ে আছে। তাদের সব প্রত্যাশা হয়তো পূরণ করা সম্ভব নয়, তবে সবাই এক হয়ে কাজ করলে জাতিকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব।”
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল