Sunday, January 11th, 2026, 4:12 pm

ক্ষমতার ভর জনগণের কাছে নিতে চাইলে গণভোট দিতে হবে: রিজওয়ানা হাসান

 

রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাষ্ট্রের ক্ষমতার ভার জনগণের হাতে ফিরিয়ে আনতে হলে সবাইকে সচেতনভাবে গণভোটে অংশ নিতে হবে।

রোববার (১১ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটে তরুণ ভোটাররা বড় একটি শক্তি। কেবল স্বৈরাচার পতনের আনন্দে বসে থাকার সুযোগ নেই; দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রতিটি নাগরিককে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, সরকার থেকে জনগণের কাছে যদি প্রকৃত ক্ষমতার হস্তান্তর নিশ্চিত করতে হয়, তাহলে দায়িত্বশীল ও সচেতন ভোট দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। সামনে অনুষ্ঠিতব্য গণভোটে জনগণ তাদের মতামত ও সিদ্ধান্ত প্রয়োগ করবে।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, নির্যাতন ও ‘আয়নাঘর’-এর অন্ধকার অধ্যায়ে ফিরে যেতে না চাইলে সবাইকে গণভোটে অংশ নিতে হবে। তিনি বলেন, আধিপত্যের কাছে বাংলাদেশ আর কখনো মাথানত করবে না—এটাই আমাদের প্রত্যাশা ও লক্ষ্য।

এনএনবাংলা/পিএইচ