ডিজিটাল সেবার মান আরও উন্নত করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। গ্রাহকদের মাসিক সাবস্ক্রিপশন ফি অপরিবর্তিত রেখে বিদ্যমান সব ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন ঘোষিত প্যাকেজ অনুযায়ী, ৩৯৯ টাকার ৫ এমবিপিএস গতির ‘সুলভ-৫’ প্যাকেজটি এখন উন্নীত হয়ে ২০ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে। একইভাবে, ৫০০ টাকার ১২ এমবিপিএস ‘সুলভ-১২’ প্যাকেজটি এখন পাওয়া যাবে ২৫ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২৫’ হিসেবে। ক্যাম্পাস ব্যবহারকারীদের জন্য ১৫ এমবিপিএস প্যাকেজে এখন দেওয়া হবে ৫০ এমবিপিএস গতি।
এছাড়া, ৮০০ টাকার ১৫ এমবিপিএস প্যাকেজটি বাড়িয়ে ৫০ এমবিপিএস, ১০৫০ টাকার ২০ এমবিপিএস প্যাকেজটি ১০০ এমবিপিএস এবং ১১৫০ টাকার ২৫ এমবিপিএস প্যাকেজটি ১২০ এমবিপিএসে উন্নীত করা হয়েছে।
উচ্চগতির প্যাকেজগুলোর ক্ষেত্রেও বড় ধরনের গতি বৃদ্ধি আনা হয়েছে। ১৩০০ টাকার ৩০ এমবিপিএস প্যাকেজটি এখন ১৩০ এমবিপিএস, ১৫০০ টাকার ৪০ এমবিপিএস প্যাকেজটি ১৫০ এমবিপিএস এবং ১৭০০ টাকার ৫০ এমবিপিএস প্যাকেজটি ১৭০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেবে।
এই উদ্যোগের ফলে গ্রাহকরা আগের মতো একই খরচে আরও দ্রুত ও উন্নতমানের ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন। বিটিসিএল কর্তৃপক্ষ আশা করছে, এই গতি বৃদ্ধি অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং বিভিন্ন স্মার্ট সেবা ব্যবহারে ইতিবাচক প্রভাব ফেলবে।
বিটিসিএল মনে করছে, এই পদক্ষেপ দেশের চলমান ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে আরও গতিশীল করবে। গ্রাহক সন্তুষ্টি ও মানসম্মত সেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি গ্রাহকদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও জানিয়েছে বিটিসিএল।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল