Sunday, January 11th, 2026, 7:08 pm

এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ

 

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ রোববার চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ৪৩১.৬৯ শতাংশ জমি ও স্থাপনা জব্দের নির্দেশ দিয়েছেন।

এস আলম নামে পরিচিত সাইফুল আলমের এই সম্পদ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিস্তৃত।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এই আবেদনের পক্ষে জানিয়েছে, তদন্তের তথ্য অনুযায়ী সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে ‘নামে বেনামে’ ঋণ গ্রহণ করে তা আত্মসাৎ করেছেন। এই অর্থের মাধ্যমে তারা দেশ ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।

দুদক আরও জানায়, এস আলম ও তার পরিবারের সদস্যরা এসব সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার আগে এ ধরনের স্থানান্তর সম্পদ উদ্ধারে জটিলতা তৈরি করতে পারে। তাই সংস্থাটি জরুরি ভিত্তিতে এই স্থাবর সম্পদ অবরুদ্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করছে।

এর আগে, গত বছরের ২৫ সেপ্টেম্বর আদালত এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ এবং পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দেয়। এরপর ১১ ডিসেম্বর সাইফুল আলমের ৫,৮৬৮ বিঘা জমি জব্দ করার আদেশ আসে। এর আগেও বিভিন্ন সময়ে এই শিল্পগোষ্ঠীর কর্ণধার ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের কয়েক হাজার শতাংশ জমি ও কিছু সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এনএনবাংলা/পিএইচ