নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সড়ক সংস্কার কাজে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কংক্রিট ঢালাইয়ের কাজে খোয়া পাথরের পরিবর্তে পরিত্যক্ত কয়লা ব্যবহার করা হয়েছে। এর প্রতিবাদে শনিবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
উপজেলার বারোভিটা বাজার থেকে কোচুকাটা পর্যন্ত প্রায় ৬ দশমিক ৯ কিলোমিটার সড়ক সংস্কার প্রকল্পের আওতায় পশ্চিমপুরা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা শামসুজ্জামান সামু, ওমর ফারুক, আফজাল হোসেনসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান মিক্সার ট্রাকের মাধ্যমে সিমেন্টের সঙ্গে খোয়া পাথরের বদলে কয়লা মিশিয়ে কংক্রিট ঢালাই করেছে। এছাড়া ঢালাইয়ের পুরুত্ব মাত্র প্রায় চার ইঞ্চি রাখা হয়েছে। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা প্রতিবাদ জানালে ঠিকাদারের লোকজন তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়।
পরদিন এলাকাবাসীর বাধার মুখে ঠিকাদার পক্ষ কান্দুরামোড় এলাকা থেকে কয়লা মিশ্রিত কংক্রিট সামগ্রীবোঝাই তিনটি মিক্সার ট্রাক সরিয়ে নেয় বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, প্রায় ৯ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কার প্রকল্পটির কাজ পায় আমিনুল অ্যান্ড মোস্তাফিজার জেভি নামের একটি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান। অনিয়মের অভিযোগে জনসাধারণের আপত্তির কারণে বর্তমানে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। এ বিষয়ে ঠিকাদার বা তাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, “কান্দুরামোড় এলাকায় কয়লা ব্যবহার করে যে কংক্রিট ঢালাই করা হয়েছিল, তা ভেঙে ফেলা হয়েছে। বারোভিটা পশ্চিমপুরা এলাকায় দেওয়া কংক্রিটের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এলাকাবাসী দ্রুত তদন্ত, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মানসম্মত উপকরণ ব্যবহার করে পুনরায় সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন
কুড়িগ্রামে খাদ্য গুদামে দুদকের অভিযান