Monday, January 12th, 2026, 3:06 pm

ভোটকেন্দ্রে তিনজন অস্ত্রধারী আনসার সদস্যসহ ১৩ জন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে মোট ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার ও ভিডিপি সদস্য। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে সদস্য মোতায়েন থাকবে, যার মধ্যে থাকবেন ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্যা।

নির্বাচনী নিরাপত্তা আরও জোরদার করতে সারাদেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন করা হবে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করবে বলে জানান তিনি।

সোমবার সকালে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি ৪১তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তাদের ২১তম মৌলিক প্রশিক্ষণ, নবনিয়োগপ্রাপ্ত থানা ও উপজেলা প্রশিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ এবং আনসার ব্যাটালিয়নের ২৬তম ও ২৭তম ব্যাচের (পুরুষ) রিক্রুট সিপাহিদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বক্তৃতায় তিনি আনসার সদস্যদের উদ্দেশে বলেন, যেকোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক কিংবা দায়িত্ববহির্ভূত কর্মকাণ্ড থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে, যা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে।

তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ ও কল্যাণের স্বার্থে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজনের দায়িত্ব সবাইকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে।

দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি শুধু আর্থিক ক্ষতিই করে না, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে। কোনো আনসার সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার জন্য কাজ করে, তবে সে শুধু আইনই ভঙ্গ করে না, রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে। তিনি স্মরণ করিয়ে দেন, আনসার ও ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয় বা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়; তারা জনগণের করের টাকায় বেতনপ্রাপ্ত রাষ্ট্রীয় কর্মচারী। তাই কোনো বেআইনি আদেশ, পক্ষপাতমূলক কর্মকাণ্ড বা গোপন এজেন্ডার অংশ না হওয়ার আহ্বান জানান তিনি।

সমাপনী কুচকাওয়াজে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চারজন প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া কুচকাওয়াজ শেষে আনসার সদস্যদের কয়েকটি দল শারীরিক সক্ষমতা প্রদর্শন ও জরুরি উদ্ধার তৎপরতার মহড়া উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অভিভাবক ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে পৌঁছালে তাকে স্বাগত জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির ভারপ্রাপ্ত কমান্ডেন্ট নুরুল আফছার, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, জেলা পুলিশ সুপার শরিফ উদ্দীনসহ অন্যান্যরা।

এনএনবাংলা/পিএইচ