Monday, January 12th, 2026, 7:19 pm

‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের’ নিন্দা জানাতে ইরানের রাস্তায় দাঙ্গার বিরুদ্ধে বিক্ষোভ

 

ইরানজুড়ে চলমান বিশৃঙ্খলার প্রতিবাদ এবং সরকারের প্রতি সংহতি জানাতে দেশটির বিভিন্ন শহরে সরকারপন্থী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, এসব কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীরা সরকারের পক্ষে স্লোগান দেন এবং দাঙ্গা সৃষ্টিকারীদের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ তীব্র নিন্দা জানান।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, রাজধানী তেহরানের পাশাপাশি বিরজান্দ, জাহেদান, জানজান, ইলাম, কেরমান, কোম, রাশত, হামেদান ও শাহরেকোর্দ শহরেও এ ধরনের সমাবেশ হয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেন, সাম্প্রতিক সহিংসতা ও দাঙ্গামূলক কর্মকাণ্ডের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে

পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানি রিয়ালের ভয়াবহ দরপতনের জেরে গত ২৯ ডিসেম্বর তেহরানে প্রথমে ব্যবসায়ীরা বিক্ষোভে নামেন। পরদিন ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই আন্দোলনে যোগ দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে দেশের বেশিরভাগ বড় শহরে।

রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে, দাঙ্গাবাজদের সহিংস কর্মকাণ্ডে ৮ জানুয়ারি রাতে তিন বছর বয়সী এক শিশুসহ অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হন। একই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৮ জন আইন প্রয়োগকারী কর্মকর্তা বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।

এনএনবাংলা/পিএইচ