Monday, January 12th, 2026, 8:18 pm

র‌্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি:

র‌্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে  কুড়িগ্রাম হতে অবৈধ মাদকদ্রব্য ৮ কেজি গাঁজাসহ এক জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

র‌্যাব-১৩ জানায়, অভিযানে এক মাদক ব্যবসায়ীকে  কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। মাদক   নির্মূলে র‍্যাব -১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে  র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার সদর থানাধীন পাটেশ্বরী ইউপির উত্তর কুমরপুর সুখানদিঘীর পাড় গ্রামের মৃত মুনছুর আলীর বসতঘরে অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী  আব্দুল গফুর মিয়া (৪১) নামে গ্রেফতার করে।

সে নাগেশ্বরী উপজেলার রাঙালীরবস এলাকার মৃত মুনছুর আলীর পুত্র।

এ বিষয়ে র‍্যাব -১৩ এর সিনিয়র সহকারী পরিচালক( মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিদের ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।