Tuesday, January 13th, 2026, 1:03 pm

গণভোট প্রচারের দায়িত্ব বিএনপির না: মির্জা ফখরুল

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোটে প্রচার চালানো বিএনপির দায়িত্ব নয়; জনগণের দায়িত্ব হলো ভোট দেওয়া। গণভোটে ‘হ্যাঁ’ কিংবা ‘না’—যেটাই জনগণ নির্ধারণ করবে, সেটিই কার্যকর হবে।

সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলা শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সব সময় জনগণের কাছে যাচ্ছে। তিনি দাবি করেন, দেশের ভালো ও ইতিবাচক অর্জনগুলোর পেছনে বিএনপির বড় ভূমিকা রয়েছে। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ, সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা—সবই বিএনপির অবদান বলে তিনি উল্লেখ করেন। বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্যেই এসব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে সংস্কার কমিশনের মাধ্যমে যে সংস্কারগুলো গ্রহণ করা হয়েছে, সেগুলোর প্রায় সবই বিএনপির প্রস্তাবিত বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং কমিশনে বিএনপির প্রতিনিধিত্বও রয়েছে।

ক্রিকেট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিষয়টির সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি স্পষ্টভাবে জড়িত। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, যা আসলে পুরো দেশকে অপমান করার শামিল। এ কারণে ক্রিকেট বোর্ডের নেওয়া সিদ্ধান্তের প্রতি বিএনপি সমর্থন জানায় বলে তিনি উল্লেখ করেন। তবে একই সঙ্গে তিনি বলেন, ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

এনএনবাংলা/পিএইচ