চুয়াডাঙ্গায় টেলিভিশনের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছয়টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করা হয়েছে। বুধবার রাতে জীবননগর উপজেলার সীমান্ত এলাকা হরিহরনগর গ্রামে অভিযান চালিয়ে স্বর্ণসহ ওই নারীকে আটক করে পুলিশ।
আটক নারী চায়না খাতুন (৪০) উপজেলার হরিহরনগর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আব্দুল হান্নানের বাড়িতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান পরিচালনা করে স্বর্ণের বারের বিষয়টি নিশ্চিত হয় এবং বাড়িটি ঘিরে ফেলে। রাত ৯টার দিকে তল্লাশি চলাকালে হান্নানের স্ত্রী চায়না খাতুনের দেয়া তথ্য মতে তাদের বসতবাড়ির শোবার ঘরের টেলিভিশনের নিচে বিশেষ উপায়ে লুকানো অবস্থায় ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় হান্নানের স্ত্রী চায়না খাতুনকে আটক করা হয়। উদ্ধারকৃত ছয়টি স্বর্ণের বারের ওজন ৫৯ ভরি ১৪ আনা, যার আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ ৫১ হাজার ৭৫০ টাকা।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ঘটনার বিষয়ে জীবননগর থানায় স্বর্ণ চোরাচালান মামলা শেষে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) চায়না খাতুনকে আদালতে পাঠানো হবে।
—ইউএনবি

আরও পড়ুন
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা
২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের