বেরোবি প্রতিনিধি :
নতুন তারিখ ঘোষণার মাত্র একদিন পরই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. মাসুদ রানার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও তৎপরবর্তী কার্যক্রমের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনানুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের নির্বাচন সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন–২০২৫ সংক্রান্ত চলমান সকল নির্বাচনী কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর এবং প্রশাসনিক কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে নির্বাচন কমিশন কর্তৃক পরবর্তী সময়ে নতুন তফসিল প্রণয়ন ও নির্বাচনী কার্যক্রম পুনরায় আরম্ভ করা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অবহিত করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন পর ব্রাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরি হলেও নতুন তারিখ ঘোষণার একদিনের মাথায় নির্বাচন স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আরও পড়ুন
নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
কাল সায়েন্স ল্যাব, তাঁতিবাজার ও টেকনিক্যাল তিন স্থানে আবারও ব্লকেড ঘোষণা শিক্ষার্থীদের
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন