কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে অপরাধীদের “প্রবেশন কার্যক্রম জোরদারকরণ ও আধুনিকায়নে করণীয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অপরাধীদের শাস্তিদান ব্যবস্থার পরিবর্তে সংশোধন ও পুনর্বাসনমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে জজকোর্ট কনফারেন্স রুমে কুড়িগ্রাম জেলা প্রবেশন কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে জেলায় কর্মরত জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য বিচারকবৃন্দ, আইনজীবী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রবেশন অফিসার আবু সুফিয়ান এর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুড়িগ্রামের সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির।
এতে প্রধান আলোচক হিসেবে কুড়িগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা প্রবেশনের বিভিন্ন আইনি ব্যাখা নিয়ে ব্যাপক আলোচনা করেন।
এছাড়াও আলোচনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রিপতি কুমার বিশ্বাস, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।
এ সময় আলোচকগণ বলেন, প্রবেশন কার্যক্রম অপরাধ প্রবণতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক, প্রথমবার অপরাধে জড়িত ও হালকা অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে কারাদন্ডের পরিবর্তে প্রবেশন ব্যবস্থা কার্যকরভাবে প্রয়োগ করা হলে তারা সংশোধনের সুযোগ পায় এবং সমাজে পুনরায় অপরাধে জড়ানোর ঝুঁকি কমে। এ কার্যক্রমকে আরও যুগোপযোগী ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনার শেষে প্রবেশন কার্যক্রম আরও আধুনিক, মানবিক ও কার্যকর করতে বাস্তবভিত্তিক সুপারিশ প্রণয়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন
সারিয়াকান্দিতে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আবুল কাসেম, ফুলের শুভেচ্ছা
কালকিনিতে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা!
রংপুরে ‘রেকটিফায়েড স্পিরিট’ পানে মৃত্যু বেড়ে ৬