গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মঙ্গলবার সকাল ১১ টায় তুলসীরহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও দুপুর ২ টায় বেতগাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাল্যবিবাহ, শিশুশ্রম এবং মাদকের ভয়াবহতা রোধে এক বিশাল জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত্ব হয়। গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এর উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তার বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়, আর শিশুশ্রম একটি শিশুর ভবিষ্যৎ কেড়ে নেয়। অন্যদিকে মাদক সমাজ ও তারুণ্যকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এই তিনটি অভিশাপ থেকে সমাজকে রক্ষা করতে হলে কেবল আইন যথেষ্ট নয়, প্রয়োজন তৃণমূল পর্যায়ে সামাজিক আন্দোলন। এসময় উপস্থিত সকল শিক্ষার্থী ও অভিভাবক বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করে সম্মিলিত শপথ পাঠ করেন। আলোচনা সভায় বক্তারা বাল্যবিবাহের স্বাস্থ্যঝুঁকি, শিশুশ্রমের আইনি দণ্ড এবং মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্যসংবলিত লিফলেট বিতরণ করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার বলেন, আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন। যেকোনো স্থানে বাল্যবিবাহ বা শিশুশ্রমের খবর পেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে (৩৩৩ বা ৯৯৯) জানানোর আহ্বান জানান তিনি। সমাবেশে উপজেলা সমবায় অফিসার ও প্রশাসক আলমবিদিতর ইউপির প্রশাসক আবতাবুজামান চয়ন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মাহফুজার রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর ছবুর, উপজেলা সমাজেসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, পিআইও সজীবুল করিম, সিনিয়র ম্যানেজার উত্তম দাস, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম, প্রধান শিক্ষক ফকরুল বারি ও রশিদুল ইসলাম প্রমূখ। অপরদিকে বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ের সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও বেতগাড়ী ইউপির প্রশাসক হাসিনুজ্জামান। সমাবেশে সকলেই বাল্য বিবাহ, মাদক ও শিশুশ্রমমুক্ত গঙ্গাচড়া উপজেলা গড়ার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। সমাবেশে উপজেলার সরকারী ও বেসরকারী কর্মকরর্বৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
গণভোট প্রচারণায় হালুয়াঘাটে ইমামদের নিয়ে সমাবেশ
কালকিনিতে সন্ত্রাসী বিরোধী মামলায় কৃষকলীগ নেতা গ্রেফতার!
মুরাদনগরে ১২ দিন পর নিখোঁজ অটোচালকের অর্ধগলিত লাশ খালের কচুরিপানা নীচ থেকে উদ্ধার