Wednesday, January 14th, 2026, 3:01 pm

কালকিনিতে সন্ত্রাসী বিরোধী মামলায় কৃষকলীগ নেতা গ্রেফতার!

Oplus_131072

কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসী বিরোধী আইন মামলায় মোঃ জলিল মৃধা নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জলিল মৃধা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী কৃষকলীগের কালকিনি পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক ও পৌর এলাকার ৮নং ওয়ার্ড কাশিমপুর গ্রামের মমিনউদ্দীন মৃধার ছেলে। আজ মঙ্গলবার দুপুরে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, কৃষকলীগ নেতা জলিল মৃধা বেশ কিছুদিন ধরে এলাকায় সরকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জরিয়ে পড়েছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) পল্লব জানান, জলিলকে সন্ত্রাসী বিরোধী মামলায় গ্রেফতার করে মাদারীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।