হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইমাম ও খতিবদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় হালুয়াঘাট উপজেলা পরিষদের ৫০০ আসনবিশিষ্ট অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীনূর খান।
সভায় ইউএনও আলীনূর খান গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক গণভোট ও নির্বাচন আয়োজনের জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অপরিহার্য। তিনি আরও বলেন, সমাজে ইমাম ও খতিবদের রয়েছে গুরুত্বপূর্ণ প্রভাব। তাঁদের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে গণভোট সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া সম্ভব।
গণভোট প্রচারণার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন বাজার এলাকায় ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বড় পর্দায় ভিডিও প্রদর্শনের আয়োজন করা হয়, যেখানে গণভোটের বিষয়বস্তু, গুরুত্ব এবং ভোট প্রদানের পদ্ধতি তুলে ধরা হয়। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম, উপজেলা বিজিবি কমান্ডার, স্থানীয় সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম ও খতিবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণে সকলকে উদ্বুদ্ধ করা হয়।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের আহ্বান জানানো হয়েছে। প্রতীক বরাদ্দের পূর্বে কোনো ধরনের প্রচার-প্রচারণা, জনসভা বা পথসভা সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানানো হয়। একই সঙ্গে অন্য যেকোনো সভা আয়োজনের ক্ষেত্রে রিটার্নিং অফিসার তথা জেলা প্রশাসকের পূর্বানুমতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আলীনূর খান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ও গণভোট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন
কালকিনিতে সন্ত্রাসী বিরোধী মামলায় কৃষকলীগ নেতা গ্রেফতার!
মুরাদনগরে ১২ দিন পর নিখোঁজ অটোচালকের অর্ধগলিত লাশ খালের কচুরিপানা নীচ থেকে উদ্ধার
রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা র্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেফতার