Wednesday, January 14th, 2026, 6:24 pm

ছবি প্রকাশ করে বিয়ের কথা স্বীকার করলেন জেফার ও রাফসান

 

শোবিজ জগতে দীর্ঘদিন ধরে আলোচিত প্রেমের গুঞ্জনের অবসান ঘটিয়ে আজ সন্ধ্যায় বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। বুধবার (১৪ জানুয়ারি) সকালে তাদের গায়ে হলুদের আয়োজন সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়ের আনুষ্ঠানিকতার আগে রাফসান সাবাব সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ফটোশুটের কিছু ছবি প্রকাশ করেছেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “বন্ধুবান্ধব, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসা ঘিরে আমাদের যাত্রা শুরু করেছি, আপনাদের আশীর্বাদ কামনা করছি। আজ আমরা আমাদের জীবনকে একসুতোয় গেঁথেছি এবং একসঙ্গে সুন্দর একটি অধ্যায়ে পা রাখছি।”

জানা গেছে, জেফার ও রাফসানের বন্ধুত্ব বহুদিনের। সেই বন্ধুত্ব থেকেই একে-অপরকে জানাশোনা, আর সেই জানাশোনার পরিণতিতে এবার বিয়ের সিদ্ধান্ত নেওয়া হলো।

গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এই যুগলের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে, আর আজ বুধবার দুপুরেই রাফসান প্রকাশ্যে আনলেন একগুচ্ছ বিয়ের ছবি। ছবিতে দেখা যায়, জেফার গোলাপি বেনারশিতে সাজেছেন, আর রাফসান প্রিন্স কোটে ধরা দিয়েছেন।

এনএনবাংলা/