Thursday, January 15th, 2026, 1:45 pm

নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ

 

জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের আচরণ ও বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। বুধবার রাতে এক ভিডিও কনফারেন্সে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এম নাজমুল ইসলাম বোর্ড থেকে পদত্যাগ না করলে কিংবা তাকে অপসারণ না করা হলে ক্রিকেটাররা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলবেন না।

এ অবস্থায় বৃহস্পতিবার ঢাকায় বিপিএল পুনরায় শুরু হওয়ার কথা থাকলেও অনিশ্চয়তায় পড়েছে আজকের ম্যাচগুলো। সূচি অনুযায়ী দুপুর ১টা ও সন্ধ্যা ৬টায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে কোনো দলের ক্রিকেটারই টিম হোটেল ছেড়ে মাঠের উদ্দেশ্যে রওনা হননি।

নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় অবস্থান নিয়ে ক্রিকেটাররা হোটেলেই অবস্থান করছেন। ফলে আজকের দিনের বিপিএল ম্যাচ মাঠে গড়াবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।

এর আগে ক্রিকেটারদের পারিশ্রমিক প্রসঙ্গে সংবাদমাধ্যমে বিতর্কিত মন্তব্য করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। তিনি বলেন, ক্রিকেটাররা খারাপ খেললেও তাদের বেতন বা ফি কাটা হয় না। সে ক্ষেত্রে বিশ্বকাপে দল না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ পাওয়ার প্রশ্ন কেন আসে— এমন বক্তব্য দেন তিনি।

এ মন্তব্যের প্রতিবাদেই কোয়াব ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে কোয়াব কর্মকর্তারা নাজমুল ইসলামের পদত্যাগের আল্টিমেটাম দেন।

ক্রিকেটারদের সম্মানি নিয়ে আরও কঠোর ভাষায় কথা বলেন এম নাজমুল। তিনি বলেন, ‘ওরা খেলতে গিয়ে কিছুই না করতে পারলেও আমরা যে এত কোটি টাকা খরচ করছি, আমরা কি সেই টাকা ফেরত চাইছি?’ পাশাপাশি ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘বোর্ড যদি না থাকে, তাহলে ক্রিকেটাররা থাকবে? আমার শরীর যদি না থাকে, তাহলে হাতের কোনো কাজ আছে?’

এ ধরনের মন্তব্যের জবাবে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘ক্রিকেটারদের নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে এবং যেসব শব্দ ব্যবহার করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আগে একজন ক্রিকেটারকে (তামিম ইকবাল) নিয়ে বলা হয়েছে, এখন পুরো ক্রিকেটার সমাজকে নিয়ে বলা হচ্ছে। এসব মন্তব্য পুরো ক্রিকেট অঙ্গনকে আহত করেছে।’

এর আগেও এম নাজমুল ইসলাম সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ প্রসঙ্গে তামিম বলেন, দেশের ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এই মন্তব্যের জেরে তামিমকে ‘ভারতের দালাল’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেন নাজমুল ইসলাম। তখনও এর তীব্র প্রতিবাদ জানায় কোয়াব।

এদিকে, ক্রিকেটারদের নিয়ে করা মন্তব্যের বিষয়ে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্য তার ব্যক্তিগত মতামত। বোর্ড এ ধরনের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে, ক্রিকেটের চেতনার পরিপন্থী এমন মন্তব্য কাম্য নয়। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এম নাজমুল ইসলাম বোর্ডের মুখপাত্র নন এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এনএনবাংলা/পিএইচ