প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে আরও ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ।
বৈঠকে বিভিন্ন আইনি বিষয় ও নির্বাচনি আচরণবিধি নিয়ে আলোচনা হয়। এ সময় ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা দাবি করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া যেন জটিল না হয়ে পড়ে, সে বিষয়ে কমিশনের সতর্ক থাকা প্রয়োজন এবং ভোটাররা যেন সহজে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত।
পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়েও কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বিএনপি। দলটির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, পোস্টাল ব্যালটে দেশের সব প্রতীক না রেখে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের নাম ও প্রতীক অন্তর্ভুক্ত করা উচিত। পাশাপাশি পোস্টাল ব্যালট পাঠানোর দায়িত্বে থাকা ব্যক্তিরা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি বলেও অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, নির্বাচনি প্রক্রিয়ায় নানা অনিয়ম ও ভুল-ভ্রান্তি ঘটছে, যার ভুক্তভোগী বিএনপি। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করা হচ্ছে—এমন অভিযোগ তুলে ধরে এসব বিষয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে দুপুর পৌনে ১টার দিকে বিএনপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনে পৌঁছায়। তখন সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছিল। শুনানির বিরতির সময় দুপুর দেড়টায় বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে সিইসির বৈঠক শুরু হয়।
উল্লেখ্য, আচরণবিধি প্রতিপালনে নির্বাচন কমিশনের ভূমিকা এবং পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আগেও অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি। গত বুধবার দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে ব্যালট পেপারের মাঝামাঝি স্থানে ধানের শীষ প্রতীক রাখা হয়েছে। এতে ব্যালট পেপার ভাঁজ করলে প্রতীকটি সহজে নজরে আসে না বলে তিনি দাবি করেন। এ অবস্থায় এখনো যেসব ব্যালট পেপার পাঠানো হয়নি, সেগুলো সংশোধনের দাবি জানায় বিএনপি।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, সময়সূচি প্রকাশ
ইসলামী আন্দোলনের জন্য ৫০টি রেখে ২৫০ আসনে সমঝোতা, জামায়াতসহ ১০ দলের প্রার্থী ঘোষণা রাতে
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন অনুমোদন উপদেষ্টা পরিষদে