বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা কমিটির সদস্য প্রফেসর লায়লা খামুন। এসময় তিনি সেবার মানোন্নয়নে উন্নয়ন নিয়ে নির্দেশনা প্রদান করেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মনিরুল ইসলাম হাসপাতালের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য এবং কমপ্লেক্সটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। এসময় স্বাস্থ্য উপদেষ্টা কমিটির সদস্য প্রফেসর লায়লা খামুন হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি হাসপাতালের ওয়ার্ডগুলো পরিদর্শন করে রোগীদের সাথেও কথা বলেন। এছাড়াও হাসপাতালের স্বাস্থ্যসেবা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। বিভিন্ন উপকরণের যথাযথ ব্যবহার দেখে স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তাদের ধন্যবাদ জানান। বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম স্বাস্থ্য উপদেষ্টা কমিটির সদস্য প্রফেসর লায়লা খামুনকে শুভেচ্ছা জানান।

আরও পড়ুন
সারিয়াকান্দিতে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আবুল কাসেম, ফুলের শুভেচ্ছা
কালকিনিতে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা!
রংপুরে ‘রেকটিফায়েড স্পিরিট’ পানে মৃত্যু বেড়ে ৬