Thursday, January 15th, 2026, 3:58 pm

রংপুর-৩ আসনে সামুকে বিজয়ী করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার বিএনপির নেতৃবৃন্দের

রংপুর ব্যুরো :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সিটি করপোরেশন আংশিক ও সদর উপজেলা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সামসুজ্জামান সামুকে বিজয়ী করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেছে রংপুর মহানগর বিএনপি,  অঙ্গ সংগঠন  ও  ২৪ টি ওয়ার্ডের নেতৃবৃন্দ। তারা বলেন,  বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান রংপুর -৩ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সামসুজ্জামান সামুকে মনোনয়ন দিয়েছে। দলের সিদ্ধান্তই চূডান্ত সিদ্ধান্ত  আমরা তার পক্ষে রয়েছি। সম্মিলিত কাজের মাধ্যমে এবারে রংপুর-৩ থেকে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে সংসদে পাঠাতে আমরা ঐক্যবদ্ধ। আজ থেকে নেতাকর্মীরা সম্মিলিতভাবে মাঠ পর্যায়ে ধানের শীষের পক্ষে কাজ করবে। আমাদের  লক্ষ একটাই তারেক রহমানকে রংপুর সদর তিন আসন উপহার দেয়া।

গতকাল বুধবার সকালে নগরীর স্টেশন এলাকার হক কমিউনিটি সেন্টারে রংপুর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে পোলিং এজেন্ট এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  রংপুর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, উদ্বোধন করেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহাফুজ উন নবী ডন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,  মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু,  রংপুর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেটরে রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক আরজানা সালেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন,  কৃষক দল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন অনীক,  আব্দুর রহমান অরুপ,  মহানগর জাসাস সদস্য সচিব রাশেদুল ইসলাম রাশু প্রমুখ। এসময় স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির,মহানগর বিএনপির সদস্য মকবুল হোসেন, আব্দুস সালাম, সেলিম চৌধুরী, রংপুর ৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর প্রেস সেক্রেটারী হারুন উর রশিদ সোহেল, জেলা যুবদলের প্রচার  সম্পাদক শাহজাহান মোল্লা, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি হান্নান মিয়া, সাধারণ সম্পাদক সাজু মিয়া সহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,  ২৪ টি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামুকে ধানের প্রতীকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।