Thursday, January 15th, 2026, 4:02 pm

সারিয়াকান্দিতে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আবুল কাসেম, ফুলের শুভেচ্ছা

সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দিতে  মাদ্রাসা পর্যায়ে উপজেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন শোলার তাইড় কাশেফুল উলুম দাখিল মাদ্রাসার সুপার আবুল কাসেম।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক গঠিত যাচাই বাছাই কমিটি তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও অত্র প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করেন।

জানা যায়, অত্র মাদ্রাসাটির সুযোগ্য সুপার আবুল কাসেম তাঁর অসামান্য কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব ও শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান’ হিসেবে সম্মাননায় ভূষিত হয়েছেন। এছাড়াও ইতিপূর্বে ২০১৬ সাল থেকে একাধারে ২০১৯ সাল পর্যন্ত উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছেন। তাছাড়াও মাদ্রাসার সুপার সরকারের শিক্ষক বাতায়ন এর সেরা কনটেন্ট নির্মাতা এবং জেলা এম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং কিশোর বাতায়ন এর রাজশাহী বিভাগের মেন্টর এর দায়িত্বে নিয়োজিত আছেন।

এদিকে ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় আবুল কাসেমকে আন্তরিক অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন কুতুবপুর ইউনিয়নের আমীর (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান, সেক্রেটারি আব্দুল হালিম,নায়েবে আমির জহুরুল হক মিন্টু, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আসিফ ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। আরও অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটি। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।