ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৫০টি আসন ফাঁকা রেখে বাকি ২৫০টি আসনে সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০টি রাজনৈতিক দল। এই জোটের নাম দেওয়া হয়েছে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’।
জোটের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ২৫০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশকে এই সমঝোতায় রাখার লক্ষ্যে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে। তিনি ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীরের সঙ্গে আলোচনায় রয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আসন সমঝোতা চূড়ান্ত করতে বৈঠকে বসেন জামায়াতে ইসলামীসহ ১০ দলের শীর্ষ নেতারা। বৈঠকে কোন দলকে কতটি আসন ছাড় দেওয়া হবে—তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের শেষ পর্যায়ে খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির মোহাম্মদ মুনতাসির আলি সাংবাদিকদের জানান, “আজ রাত ৮টায় ২৫০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। ইসলামী আন্দোলনের জন্য ৫০টি আসন ফাঁকা রাখা হয়েছে। তারা না এলে পরবর্তী সময়ে বাকি আসনেও প্রার্থী ঘোষণা করা হবে।”
বৈঠক শেষে সাংবাদিকদের মাওলানা মামুনুল হক বলেন, “১০ দলের উপস্থিতিতে বৈঠক শেষ হয়েছে। ইসলামী আন্দোলনের সঙ্গেও কথা হয়েছে। আশা করছি, তাদের সঙ্গে নিয়েই আসন ঘোষণা করা যাবে। বিস্তারিত রাতের সংবাদ সম্মেলনে জানানো হবে।”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “১১ দলীয় জোটের রাজনৈতিক গুরুত্ব রয়েছে। ৩০০ আসনে কোনো দলীয় প্রার্থী নয়, সবাই হবে জোটের প্রার্থী। মতভিন্নতা থাকলেও জোট প্রক্রিয়া এগিয়ে যাবে।”
তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণই জনগণের প্রত্যাশা।
বৈঠকে উপস্থিত ছিলেন— জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালুদ্দীন আহমদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বৈঠকে অংশ না নেওয়ার বিষয়ে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, “বৈঠকের বিষয়ে আমরা সকালে জানতে পেরেছি। প্রস্তুতির সময় না থাকায় অংশ নেওয়া সম্ভব হয়নি। তবে জামায়াতের সঙ্গে আলোচনা চলছে। আলাদা হওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।”
এনএনবাংলা/

আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
জামায়াতের সংবাদ সম্মেলনে নেই ইসলামী আন্দোলন, কাল জানাবেন অবস্থান
সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেবে বাংলাদেশ