Thursday, January 15th, 2026, 9:18 pm

শুক্রবার সারাদেশে ইনকিলাব মঞ্চের বিক্ষোভের ডাক

 

শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার পুনঃতদন্ত এবং মূল দোষীদের গ্রেপ্তারের দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা দেশের জেলা, উপজেলা, বিভাগীয় শহর ও ইউনিয়ন পর্যায়ে এই কর্মসূচি পালিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এ সময় ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনীম জুমা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেছেন, পুলিশের তদন্তে মূল পরিকল্পনাকারীদের আড়াল করা হয়েছে এবং রাষ্ট্র ও পুলিশ প্রশাসন হত্যাকাণ্ডের বিচারে “চরম অসহযোগিতা” করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সাগর-রুনির মামলার মতো এই মামলাকে বছরের পর বছর ঝুলে থাকতে দেওয়া হবে না। যদি দ্রুত সুষ্ঠু বিচার না হয়, পরবর্তীতে কঠোর কর্মসূচি, যেমন সড়ক অবরোধ, মন্ত্রণালয় ঘেরাও, সংসদ ভবন ঘেরাও করা হবে।”

তিনি দেশের সকল রাজনৈতিক দল এবং সাধারণ জনগণকে এই দাবিতে একাত্মতা প্রকাশ করতে এবং রাজপথে নামার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পুলিশের চার্জশিটে ২১ জনের ৫টি হত্যার টিমের কোনো উল্লেখ নেই। মূল পরিকল্পনাকারীদের বাদ দিয়ে শুধুমাত্র কয়েকজন শ্যুটারকে আসামি করা হয়েছে, যা হাস্যকর। চার্জশিটে বলা হয়েছে, ওসমান হাদি আওয়ামী লীগের বিপক্ষে কথা বলায় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করা হয়েছে। তবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যা চার্জশিটে এড়িয়ে যাওয়া হয়েছে।

আব্দুল্লাহ আল জাবের বলেন, “যদি রাষ্ট্র মনে করে দেশের গোয়েন্দা সংস্থা দিয়ে সুষ্ঠু তদন্ত সম্ভব নয়, তবে আন্তর্জাতিক সংস্থা যেমন এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের সহায়তা নেওয়া হোক। কিন্তু বিচার নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না।”

এনএনবাংলা/