Thursday, January 15th, 2026, 9:52 pm

জামায়াতের সংবাদ সম্মেলনে নেই ইসলামী আন্দোলন, কাল জানাবেন অবস্থান

 

নির্বাচনী সমঝোতা নিয়ে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের দলীয় অবস্থান আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলনে জানা যাবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে বৈঠকের পর এই বার্তা দিয়েছে দলটি।

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি ও ১১ দলের নির্বাচনী জোটের একক প্রার্থী ঘোষণার জন্য বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। তবে ইসলামী আন্দোলনের নেতা ও প্রতিনিধি এতে যোগ দেননি।

সংবাদ সম্মেলনের আগে জামায়াত কার্যালয়ে বৈঠকে জোটের ২৫০ প্রার্থী চূড়ান্ত করা হয়। সেখানে আসন বণ্টন অনুযায়ী জামায়াত ১৭৯, এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, এলডিপি ৭, খেলাফত মজলিস ১০, নেজামী ইসলাম পার্টি ২, এবি ৩ ও বিডিপি ২ জন প্রার্থী পাবে। ইসলামী আন্দোলনের জন্য ৫০টি আসন খালি রাখা হয়েছে।

আসন বণ্টন নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের মতবিরোধ চলছিল প্রায় তিন সপ্তাহ ধরে। ইসলামী আন্দোলন অন্তত ৬৫টি আসন চাচ্ছে, কিন্তু জামায়াত সর্বোচ্চ ৪৫টি আসন দিতে রাজি। এই বিরোধের কারণে বুধবারের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়।

এরপর, জোটের বাকি ১০ দলের নেতারা বৃহস্পতিবার দুপুরে জামায়াত কার্যালয়ে বৈঠকে বসে এবং ২৫০ আসনে প্রার্থী চূড়ান্ত করে। চরমোনাই পীরের দল এখনও জোটে যোগ দেয়নি, ফলে আশঙ্কা করা হচ্ছে, এবার নির্বাচনী সমঝোতা না-ও হতে পারে।

জোটের পক্ষ থেকে ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের জানিয়েছেন, “আমরা এখনও ইসলামী আন্দোলনের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আশা করি দলটি জোটে থাকবে।”

সূত্রের খবর, ইসলামী আন্দোলন গত দুই দিন বিভিন্ন শরিক দলের সঙ্গে পৃথক জোট গঠনের চেষ্টা চালিয়েছে, তবে শেষ পর্যন্ত ওই দলগুলো জামায়াতের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

এনএনবাংলা/