রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুনে আহত অবস্থায় আরও ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত একটি ৭ তলা ভবনের দ্বিতীয় তলায়। আহতদের কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ৭টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। চার মিনিট পর সকাল ৭টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসে খবর পৌঁছায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
দীর্ঘ চেষ্টার পর সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।
নিহতদের মধ্যে দুই জন পুরুষ ও একজন নারী। তাদের পরিচয় এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এনএনবাংলা/

আরও পড়ুন
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসন ভিসা বন্ধ, চালু আছে কোন কোন ভিসা
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
জামায়াতের সংবাদ সম্মেলনে নেই ইসলামী আন্দোলন, কাল জানাবেন অবস্থান