নানা গুঞ্জনের পর এককভাবে নির্বাচন করার সিদ্ধান্তের কথা জানিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন।
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ ১১ দলীয় জোটে তারা থাকছে না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে এককভাবে লড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাকি ৩২টি আসনেও সৎ-যোগ্য ব্যক্তিদের সমর্থন দেবে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ফিরে এলো নস্টালজিক মোবাইল ফোন এইচটিসি, তৈরি হচ্ছে দেশেই
আজ পবিত্র শবে মেরাজ
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএ’র আত্মপ্রকাশ