রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ)। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টায় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির যাত্রা ঘোষণা করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পাঁচটি মূলনীতি এবং সাতটি লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে এনপিএ তাদের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে। প্ল্যাটফর্মটির মূলমন্ত্র হিসেবে নির্ধারণ করা হয়েছে— গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষা।
এ সময় এনপিএ’র অন্যতম উদ্যোক্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর হুযাইফা আল মামদূহ জানান, সংগঠনটির ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কাউন্সিল গঠন করা হবে। প্রাথমিকভাবে তিনি ৯৯ জন সদস্যের নাম ঘোষণা করেন। বাকি সদস্যদের নাম পরামর্শের ভিত্তিতে পরবর্তীতে ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
ঘোষিত সদস্যদের মধ্যে রয়েছেন— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা অনিক রায়, অলীক মৃ, তুহিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত, অধিকার কর্মী ফেরদৌস আরা রুমি, তাসলিমা মিজিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের পরিচিত মুখ।
অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন ফেরদৌস আরা রুমি, তুহিন খান ও নাজিফা জান্নাত।
ঘোষণাপত্র পাঠকালে নাজিফা জান্নাত বলেন, এনপিএ পাঁচ মূলনীতির ভিত্তিতেই তাদের কার্যক্রম পরিচালনা করবে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং পরিবেশ সুরক্ষাই এই প্ল্যাটফর্মের মূল দর্শন। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে অন্তত ২৮টির বেশি নতুন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ট্রাম্পের অভিবাসন নীতি: রিপাবলিকানরা বিভক্ত, জনসমর্থনও কমেছে
তেলের টাকা না দিয়ে পালাতে গিয়ে গাড়িচাপায় পাম্প কর্মীকে হত্যা, যুবদল নেতাসহ আটক ২
এক ম্যাচ আগেই বিপিএল থেকে বিদায় নোয়াখালী এক্সপ্রেস