আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন আদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে নিজের ফেসবুক পেজ ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে গণভোটের প্রচারণামূলক এই ফটোকার্ডটি প্রকাশ করেন তিনি।
ফটোকার্ডে উল্লেখ করা হয়, ‘গণভোট ২০২৬—দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন, ‘হ্যাঁ’-তে সিল দিন।’
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গণভোটকে কেন্দ্র করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১১ জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে এই ফটোকার্ড শেয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী রোববার (১৮ জানুয়ারি) পর্যন্ত এ প্রচারণা চলবে। এ উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
এদিকে, অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারাও দেশের বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে অংশ নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি সরকারিভাবেও গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে প্রচারণা অব্যাহত রয়েছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
মার্কিন ভিসা নীতিতে সংকট বাড়ছে বাংলাদেশের
নির্বাচন ব্যর্থ হলে দেশের স্বাধীনতা হুমকিতে পড়বে: শামসুজ্জামান দুদু
ঝিনাইদহে আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা