নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এই ইস্যুতে আলোচনার জন্য বাংলাদেশ সফরে এসেছেন আইসিসির প্রতিনিধি এন্ড্রু এফগ্রেড। গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে বিশ্বকাপ নিয়ে বিসিবির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি।
এন্ড্রু এফগ্রেড আইসিসির দুর্নীতি দমন বিভাগ ও নিরাপত্তা বিভাগের প্রধান। বিসিবির সঙ্গে বৈঠক শেষে তিনি সরকারের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবেন। জানা গেছে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলসহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিয়ে আলোচনার জন্য দু’জন প্রতিনিধি পাঠানোর পরিকল্পনা ছিল। তবে ভিসা জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। আইসিসির একজন ভারতীয় কর্মকর্তাকে বাংলাদেশ ভিসা না দেওয়ায় তিনি সফরে আসতে পারেননি।
এর আগে আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এরপর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও অবনতি ঘটে। এই প্রেক্ষাপটে বিসিবি নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। সরকারের উচ্চ পর্যায় থেকেও জানানো হয়েছে, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার কোনো সম্ভাবনা নেই। বরং বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে আইসিসির অবস্থান ভিন্ন। সংস্থাটি চায়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ ভারতেই বিশ্বকাপের ম্যাচগুলো খেলুক। আইসিসির দাবি, বিশ্বকাপের সব ধরনের লজিস্টিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এই মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়। মূলত এই অচলাবস্থা নিরসন এবং সম্পর্কের বরফ গলাতেই আইসিসির প্রতিনিধি বাংলাদেশে এসেছেন।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
মার্কিন ভিসা নীতিতে সংকট বাড়ছে বাংলাদেশের
নির্বাচন ব্যর্থ হলে দেশের স্বাধীনতা হুমকিতে পড়বে: শামসুজ্জামান দুদু
ঝিনাইদহে আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা